ইসরায়েলের জন্য অস্ত্র-গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান ও জাহাজের ট্রানজিট বাতিল করেছে স্পেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার পর নতুন সিদ্ধান্তটি এলো। স্পেনের সংবাদপত্র এল পাইস সংবাদ জানিয়েছে, রোটা (কাডিজ) এবং মোরন দে লা ফ্রন্টেরা (সেভিলা) ঘাঁটি দিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বহনকারী মার্কিন বিমান বা জাহাজের ট্রানজিট বাতিল করেছে সরকার। স্প্যানিশ সংবাদপত্রটির মতে, এর ফলে ইসরায়েলি অঞ্চলে সরাসরি যাওয়া জাহাজ এবং মধ্যবর্তী স্থানের মাধ্যমে যাওয়ার জন্য ব্যবহৃত জাহাজগুলো প্রভাবিত হবে। সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, স্পেন তাদের ঘাঁটিতে মার্কিন পণ্যবাহী বিমান বা জাহাজ তল্লাশি করে না। পেন্টাগন মার্কিন জাহাজে পাঠানো পণ্যবাহী জাহাজ সম্পর্কে তথ্য গোপন রাখতে পারে। যদি এটি হয়, তবে দুই মিত্রের মধ্যে আস্থা ক্ষতিগ্রস্ত হবে। গাজা উপত্যকার...