ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বুয়ালই’। এতে প্রাণ গেছে কমপক্ষে আট জনের। এখনও নিখোঁজ ১৭ জন। খবর রয়টার্সের। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা।আরো পড়ুন:ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যুবছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, অচল হংকং ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যু বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, অচল হংকং বুয়ালইয়ের প্রভাবে রবিবার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়।...