বরিশাল:মৃৎশিল্পে অবদানের জন্য, বরিশালে ১২ মৃৎশিল্পীকে, সম্মাননা দেয়া হয়েছে। এই উপলক্ষ্যে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, মৃৎ শিল্পীদের অংশগ্রহণে, সম্মেলন, মৃৎ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায়, বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে, ১৬ তম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার এই আয়োজন করা হয়েছে। সম্মাননা অনুষ্ঠানে, রাজশাহী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তের ৬৫ জন মৃৎশিল্পী অংশ নেয়।অনুষ্ঠানের প্রধান অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মোহাম্মদ ওবায়দুল্লাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন মৃৎশিল্পী সম্মাননা তুলে দেন, শরীয়তপুর জেলার কাইলেরা গ্রামের কালীপ্রসন্ন পালের হাতে। সময় তিনি বলেন, মৃৎ পণ্য যেমন ঐতিহ্যশালী তেমনি পরিবেশ সম্মত। আমরা যদি, এটি ব্যবহার করি তাহলে, মৃৎশিল্পীরা উপকৃত হবে।বক্তারা, মৃৎশিল্পকে রক্ষায়, তাদের কাজের সৌন্দর্য বৃদ্ধিতে, সরকারকে এগিয়ে আসার আওয়াজ জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের...