বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দুর্বলতা আজ আর আড়ালে রাখার মতো কোন বিষয় নয়; বরং এটি আমাদের জন্য একটি নগ্ন বাস্তবতা, যা প্রতিনিয়ত জাতির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা উপদেষ্টা নিয়োগের সময় আমরা দেখলাম যে, এ দেশে এমন একজন শিক্ষাবিদকেও খুঁজে পাওয়া গেল না, যিনি নিরপেক্ষভাবে যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ও কর্মদক্ষতার ভিত্তিতে এ দায়িত্ব নেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হতে পারেন। সর্বশেষ যিনি নিয়োগ পেয়েছেন, তাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নে ঘিরে ধরে এমন সব মন্তব্য করতে বাধ্য করছেন, যা মূলত ‘শুনতে ভালো শোনায়’। কিন্তু শিক্ষার মতো একটি জটিল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত খাতে আসল চাহিদা হচ্ছে জনপ্রিয় বুলি নয়; বরং দরকার সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য, সুসংহত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নানা মেয়াদি অব্যাহত কর্মপন্থা নির্ধারণ এবং সেই অনুযায়ী কাজ করা। গ্রীক দার্শনিক প্লেটো তার ‘দ্যা রিপাবলিক’-এ...