পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত শুক্রবার ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে বাংলাদেশি এক তরুণ রয়েছেন।গণমাধ্যমে খবর প্রকাশ হলে খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশি ওই তরুণ মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের ফয়সাল হোসেন মোড়ল। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করছিলেন তিনি। দর্শখেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই তরুণ নিহত হন। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণের পরিচয় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। জানা গেছে, নিহত ফয়সাল মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আউয়াল মোড়লের ছেলে। প্রায় দুই বছর আগে পরিবারের কাছে দুবাই যাওয়ার জন্য টাকা চান তিনি। তবে পরিবার টাকা দিতে ব্যর্থ হলে হঠাৎ একদিন 'নিখোঁজ' হয়ে যান ফয়সাল।...