নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জসহ উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব। উপকূলীয় এলাকার মধ্যে ঢাকা জোনের ৪৩টি মন্দির ও পূজামণ্ডপসহ চট্রগ্রাম, মঙ্গলা ও ভোলায় মোট ২২৪টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড। কোস্ট গার্ডের পাগলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব বলেন, দুর্গাপূজায় যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কোস্ট গার্ড। পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, প্রতিমা...