পুনর্নির্বাচিত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস। ভোটাররা রায় জানানোর ৫ সপ্তাহ আগেই তিনি এ সিদ্ধান্ত নিলেন, জানিয়েছে বিবিসি। তার ভবিষ্যৎ নিয়ে ‘গণমাধ্যমের নিরবচ্ছিন্ন জল্পনা’ এবং প্রচারে সরকারি তহবিল থেকে অর্থ না দেওয়ার ব্যাপারে শহরের নির্বাচনী প্রচারণা অর্থায়ন বোর্ডের সিদ্ধান্ত তার প্রচারযাত্রার ‘গলা টিপে ধরেছে’, বলেছেন এডামস। তিনি সরে দাঁড়ানোয় মেয়র পদে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্র্যাট জোহরান মামদানি, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লাইওয়ার মধ্যে। ২০২২ সালে ডেমোক্রেট পার্টির হয়ে নির্বাচনে জয়ী হওয়া এডামস ঘুষ গ্রহণ ও জালিয়াতির সন্দেহে অভিযুক্ত হওয়ার পর এবার স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন। ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে পরে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। “আমি পুনর্নির্বাচিত হতে প্রচারণা চালাতে পারছি না। আমার ভবিষ্যৎ সম্পর্কে...