রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক রিমান্ডের আদেশ দেন। ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে মামুনূর রশীদকে গ্রেপ্তারের পর এ আদেশ দিল আদালত। রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রোববার রাতে মামুনূর রশীদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ মামুনূর রশীদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মামুনূর রশীদের পক্ষে তার আইনজীবী সিরাজুর হক ফয়সাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জাতীয়...