গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী শিউজী প্রসাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর সম্পত্তিতে দখল নিয়ে স্থাপন করা হয়েছে একটি সেচ পাম্প। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে পল্লী বিদ্যুতের বোনারপাড়া জোনাল অফিসে। অভিযোগে জানা যায়, পাঠদান বিহীন বিদ্যালয়টির অবহেলা ও অধপতনের সুযোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নামীয় জমিতে গড়ে উঠেছে এ সেচ পাম্প। বর্তমানে বিদ্যালয়টি একটি চাল ও খুঁটির উপর অস্থায়ী কাঠামোতে টিকে আছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পাশের নিজ জমিতে প্রথমে সেচ পাম্প স্থাপন করেন মো. মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। পরবর্তীতে সেই পাম্প কিনে নেন আব্দুল মজিদ। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে ভাড়া আদায়ের মাধ্যমে গাছাবাড়ী মৌজার ৭১৮ নং দাগের প্রতিষ্ঠান নামীয় জমিতে এ পাম্প চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে আব্দুল মজিদ জানান,...