রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন এক নিয়োগপ্রার্থী। এ নিয়ে অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুদক ও ইউজিসিসহ ৬টি প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার আইনজীবীর মাধ্যমে তিনি উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কয়েকজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ওই নিয়োগপ্রার্থী। আগামী ৭ দিনের ভেতর বিষয়টির তদন্ত প্রক্রিয়া শুরু না হলে নিয়োগের বিষয়ে আদালতে রিট করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। অভিযোগকারী ওই চাকরিপ্রার্থীর নাম রাহাত ইসলাম (হৃদয়)। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাহাত ইসলাম স্নাতকে ৩ দশমিক ৬৩ ও স্নাতকোত্তরে ৩ দশমিক ৮৬ সিজিপিএ পেয়ে দুটিতেই প্রথম স্থান অধিকার করেছেন। বর্তমানে তিনি রোমানিয়ার ওয়েস্ট ইউনিভার্সিটি অব টিমিসুয়ারার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ২টি প্রভাষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেয়া হয়।...