অর্থ সঞ্চয়ের প্রতি অন্ধ আসক্তি যে জীবনের আনন্দ কেড়ে নিতে পারে, তার এক বেদনাদায়ক উদাহরণ হয়ে উঠেছেন জাপানি এক ব্যক্তি, সুজুকি। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর মিতব্যয়ী জীবনযাপন করে তিনি জমিয়েছেন প্রায়৬ কোটি ৫০ লাখ ইয়েন (প্রায় ৪ কোটি টাকা)। কিন্তু আজ ৬৭ বছর বয়সে এসে তিনি বুঝতে পারছেন, জীবনের সবচেয়ে বড় আনন্দগুলো অর্থ সঞ্চয়ের নেশায় হাতছাড়া হয়ে গেছে। সুজুকির জীবন শুরু হয়েছিল অভাব-অনটনের মধ্যে। স্কুলে পড়াকালীনই তিনি রেস্টুরেন্টে কাজ শুরু করেন এবং তখন থেকেই অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতি গভীর বিশ্বাস জন্মে। পরে পূর্ণকালীন চাকরি শুরু করলে তিনি অফিস থেকে দূরে সস্তা ভাড়া বাসায় থাকতে শুরু করেন শুধুমাত্র খরচ বাঁচানোর জন্য। খাবারের জন্য বেছে নেন সস্তা উপকরণ—যেমন মুরগির মাংস ও সয়াবিন স্প্রাউটস। বছরের পর বছর রেস্টুরেন্টে খাওয়ার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত...