উৎসবের আনন্দের মাঝেই বলিউডে নেমে এলো গভীর শোক। রাজস্থানের কোটার অনন্তপুরায় এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে মাত্র ১০ বছরের শিশু অভিনেতা বীর শর্মা। একই ঘটনায় মারা গেছেন তাঁর দাদা শৌর্য শর্মাও। বীর টেলিভিশনের পৌরাণিক ধারাবাহিক বীর হনুমান-এ ছোট লক্মণের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়ে। পাশাপাশি সাইফ আলি খানের আসন্ন একটি ছবিতে তাঁর শৈশব চরিত্রে অভিনয়ের কথাও ছিল। তাই তাঁর অকালমৃত্যুর খবরে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন। স্থানীয় পুলিশ সুপারিনটেনড্যান্ট তেজস্বিনী গৌতম জানান, শর্মা পরিবার ওই বহুতলের চতুর্থ তলায় থাকতেন। বীর ছিলেন অভিনেত্রী রীতা শর্মার ছেলে। দুর্ঘটনার সময় রীতা মুম্বইয়ে শুটিংয়ে ব্যস্ত ছিলেন, আর বীরের বাবা জিতেন্দ্র শর্মা অফিসের একটি অনুষ্ঠানে বাইরে ছিলেন। ঠিক তখনই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রতিবেশীরা প্রথমে ধোঁয়া বের হতে দেখে ছুটে আসেন। দরজা ভেঙে ভেতরে...