‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’- এর আয়োজন করা হয়েছে। হাসপাতালে আগত সকল দর্শনার্থী, রোগীদের স্বজন ও অন্যরা তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে পারেন, বিশেষ সেবা গ্রহণ করেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা উপস্থতি ছিলেন।অধিবেশনে উপস্থিত ছিলেন- ডা. আবদুজ জাহের, কো চেয়ারম্যান ছিলেন- ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন- ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) এবং...