যে রজত বেদি আলোচনাতেই ছিলেন না, এক সিরিজ দিয়েই তিনি এখন ‘টক অব সোশ্যাল মিডিয়া’। আরিয়ান খানের ‘ব্যা***ডস অব বলিউড’ নিয়ে রাতারাতি আলোচনায় এই অভিনেতা। সেটা এতটাই যে আইএমডিবির ভারতীয় তারকাদের র্যাঙ্কিংয়ে ৯৫৪ থেকে একেবারে ৯ নম্বরে উঠে এসেছেন তিনি। দীর্ঘদিন মূলধারার সিনেমা থেকে বিরতি নেওয়ার পর তাঁর এই ফেরা বেশ প্রশংসা কুড়িয়েছে। সিরিজে রজত বেদি অভিনয় করেছেন জারাজ সাক্সেনা চরিত্রে; যার ক্যারিয়ার কিছুটা থমকে গেছে। বাস্তব জীবনের অভিজ্ঞতাকে চরিত্রে ঢেলে তিনি দর্শকদের সামনে জীবনের সংগ্রামের গল্প উপস্থাপন করেছেন রজত বেদি। দীর্ঘ বিরতির পর ফেরার এই সুযোগ পেয়ে তিনি বলেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ খান পরিবারের প্রতি, যাঁরা আমাকে এই চরিত্রের সঙ্গে যুক্ত করেছেন এবং জীবনভিত্তিক গল্পের সঙ্গে চরিত্রটিকে গড়ে তুলেছেন। রজত কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই অভিজ্ঞতাকে বলেছেন...