‘সাইয়ারা’ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া তরুণ নায়ক আহান পাণ্ডেকে সম্প্রতি বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মুম্বাই অফিসে ঢুকতে ও বের হতে দেখা গেছে। এ ঘটনার পর থেকেই বলিউড মহলে লেলিহান গুঞ্জন—তিনি কি বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ বিশেষ কোনও চরিত্রে বা ক্যামিও ভূমিকায় যুক্ত হচ্ছেন? ফটোগ্রাফাররা আহানকে একটি বিলাসবহুল গাড়ি থেকে নামতে এবং অফিস ভবনে প্রবেশ করতে দেখেছেন। সাদা শার্ট ও ডেনিমে ছিলো তার ক্যাজুয়াল লুক। পরে তাকে অফিস থেকে বের হতেও দেখা গেছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, ‘বানসালি আর আহান! আগুন হবে আগুন!’ অন্য আরেকজন লিখেছেন, ‘ক্যামিও হলেও মেনে নেব।’ তবে এখন পর্যন্ত বানসালি বা আহান—কেউই...