বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নোয়াখালী-৫ আসনের ৩২টি পূজামণ্ডপে নগদ টাকাসহ বিভিন্ন উপহার বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ টাকা ও এসব উপহার বিতরণ করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের বড় এ ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা বজায় রাখতে নেতাকর্মীদের অনুরোধ করেন।মো. ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রের নায়ক তারেক রহমান একজন অসাম্প্রদায়িক নেতা। তিনি দেশের প্রতিটি সম্প্রদায়কে নিয়ে সমানভাবে চিন্তা করেন। হিন্দু সম্প্রদায়ের এ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্টদের সময় হিন্দুদের সুবিধাবঞ্চিত করে রাখা হয়েছিল। বহু নির্যাতনের শিকার হলেও তারা কোথাও বিচার পায়নি। আগামীতে এমন পরিস্থিতির আর সুযোগ নাই। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিক সমান সুবিধা...