বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও কৃষকবান্ধব করার লক্ষ্যে দেশের ৩৪টি স্থানে বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে মাগুরায় নির্মিত হচ্ছে ১৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ইউরিয়া সার সংরক্ষণের আধুনিক স্টিল স্ট্রাকচার গুদাম। নির্মাণকাজ বাস্তবায়ন করছে অভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠান এআইএল-এসসিএল (জেভি)। প্রকল্পের মান নিয়ন্ত্রণ ও কার্যক্রম পর্যবেক্ষণে রয়েছে বিসিআইসির সমন্বিত প্রকৌশল ও ব্যবস্থাপনা টিম। সরকারি অর্থায়নে (জিওবি) ৫.২৬ একর জমিতে গুদামটি নির্মিত হচ্ছে মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায়। প্রকল্প শুরু হয়েছে ২০২৫ সালের মার্চে এবং তা শেষ হওয়ার কথা ২০২৬ সালের আগস্টে। বিসিআইসি সূত্র জানায়, গুদামটির নকশা, স্ট্রাকচার এবং নির্মাণ সামগ্রীর মান নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ে পিডব্লিউডি’র অনুমোদিত স্পেসিফিকেশন মেনে চলা হচ্ছে। প্রতিটি নির্মাণ উপকরণ—যেমন: এমএস রড, ফ্ল্যাট বার, স্টিল ফ্রেম, এসএস বাক্স, জানালা...