দিনাজপুরের বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী ও দালালদের অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। ১৮ একর সরকারি খাস জমি টাকার বিনিময়ে ব্যক্তি মালিকানায় দেওয়া, পর্চা ও নকশা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি করা এবং মাঠ জরিপের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই অফিসের কর্মচারী ও দালালদের বিরুদ্ধে। দালাল আফজাল, খাদেমুল, মোস্তফা, জাভেদ বিহারি, নাজমুল, আরিফ এবং নৈশপ্রহরী মুনসুর আলীর সহযোগিতায় অফিসের ড্রাফ্টসম্যান সাইদুল ইসলাম এসব অনিয়ম-দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন অনেক ব্যক্তি। কসবা সাগরপুর মৌজায় তদন্ত করে জানা গেছে, নিয়ম–নীতির তোয়াক্কা না করে প্রায় ১৮ একর সরকারি খাস জমি লাখ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নামে পর্চা করে দেওয়া হয়েছে। এ অনিয়মে মূল ভূমিকায় আছেন ড্রাফ্টসম্যান সাইদুল ইসলাম ও তার সহযোগী দালাল খাদেমুল।...