ভারতের দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে অসুরের মুখাবয়বে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। আজ সোমবার লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, লেবার পার্টি মনে করে ডক্টর ইউনুসকে অসুরের চেহারার আদলে দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন এবং কেবল একজন ব্যক্তির প্রতি অপমান নয়, বরং গোটা বাংলাদেশের জাতীয় গৌরব ও সমগ্র জনগণের মর্যাদার ওপর নগ্ন আঘাত করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশবিরোধী মানসিকতার চরম বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার হীন চক্রান্ত। ডাঃ ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে খুনি হাসিনার পতন এবং ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ভারতীয় মহল সহজভাবে মেনে নিতে পারেনি। সেই...