এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শেষ হওয়ার পর সবার নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন ভারতীয় ক্রিকেটাররা! খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন। ওই সময় পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না। শোনা গেছে, ভারত জানিয়ে দিয়েছে, তারা মাহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই একই কথা বলেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয়রা ট্রফি না নেওয়ার দাবি তুললেও মাঠেই ছিলেন নাকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। নাকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর সাজঘর থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটারেরা। সোয়া একঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছিল। তারপর...