দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি এলাকায় কুটির শিল্প ও বানিজ্য মেলায় লটারির নামে চলেছে জুয়া। লোভনিয় পুরুষ্কারের ঘোষনা দিয়ে লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতে সর্বশান্ত হচ্ছে এলাকার হাজার হাজার জনসাধারণ। মেলার কারণে বেড়েছে চুরি, ডাকাতি, ছিন্তাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। গত আগষ্ট মাসে এই মেলা শুরু হয় মেলার শুরুতেই সীমাবদ্ধের মধ্যে ছিল লটারি। কিন্তু বর্তমানে মেলা কমিটি বিভিন্ন হোমড়া চোমদেরকে ম্যানেজ করে লটারির টিকিট বিক্রি পার্বতীপুর ও ফুলবাড়ী ও বদরগঞ্জ উপজেলার গ্রাম অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছে। টিকিট বিক্রির ধুম পড়েছে গ্রামগুলিতে প্রতিদিন বিকেল থেকে রাত্রী ১০ পর্যন্ত শত শত ইজিবাইক এবং ভ্যান যোগে চলছে লটারির টিকিট বিক্রি। এই লটারি চলাকালিন অবস্থায় লটারির মাঠ থেকে দূর দূরান্তের লোকজন মাইক্রো, মটরসাইকেল, ইজিবাইক, ভ্যান যোগ খেলা শেষে বাড়ীতে ফেরার পথে বিভিন্ন পথে ছিন্তাই কারীরা...