ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা মাঠের খেলা পর্যন্ত পৌঁছে গেছে। এবারের এশিয়া কাপে এই দুদল তিন ম্যাচে মুখোমুখি হয়ে অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে। সর্বশেষ রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জিতলেও ট্রফি হাতে পায়নি তারা। কল্পিত ট্রফি তুলে ধরে উদযাপনের পাশাপাশি ট্রফি ছাড়াই ছবি তোলেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির। তার আকেটি পরিচয় হচ্ছে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। ক্ষোভের প্রতিক্রিয়ায় নাকভি মঞ্চ ছেড়ে ট্রফি ও মেডেল নিয়ে চলে যান। বিষয়টিকে ‘অক্রীড়াসুলভ আচরণ’ বলে দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পাকিস্তানের শীর্ষ...