সেবাগ্রহীতাদের দাবি এবং শিল্প খাতে মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ক্যালিব্রেশন ফি কমিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিএসটিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (NML-BSTI) এর অ্যাক্রেডিটেড ৬টি ল্যাবরেটরিতে প্রদত্ত ক্যালিব্রেশন সেবার মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআই’র ৪১তম কাউন্সিল সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ ফি হ্রাস কার্যকর হয়েছে। এর ফলে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি/এলএনজি বটলিং প্ল্যান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি এখন আগের তুলনায় অর্ধেকেরও কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে। অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ছয়টি ল্যাবরেটরির আওতায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সুলভ মূল্যে ক্যালিব্রেশন করা হচ্ছে। এর মধ্যে মাস মেজারমেন্ট ল্যাবরেটরিতে বাটখারা ও ওজনযন্ত্র; লেন্থ...