সাজেকে আটকে থাকা পর্যটকবাহী গাড়ি দীঘিনালা উপজেলায় জোড়াব্রীজ সীমানা থেকে রিসিভ করে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দিয়েছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। খাগড়াছড়িতে জুম্মু ছাত্র–জনতার ডাকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও জারি থাকা ১৪৪ ধারার মধ্যে জেলা সদর ও গুইমারায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে দীঘিনালায় সেনাবাহিনী ও আইন–শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী সেনা চেকপোস্ট স্থাপনের কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুরে সাজেকে আটকে থাকা অর্ধশতাধিক টুরিস্টবাহী গাড়িসহ ৪ শতাধিক পর্যটক বাঘাইহাট জোনের সীমানা থেকে দীঘিনালা জোনের সেনাবাহিনী রিসিভ করে খাগড়াছড়ি সদরে পৌঁছে দিয়েছে। দীঘিনালার আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক ফেরার পথে মো. হারুন অর রশিদ বলেন, অবরোধের কারণে আমরা সাজেকে আটকে গিয়েছিলাম। সাজেকের স্থানীয়রা অনেক সহায়তা করছে আর বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তার টহল দিয়ে...