মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ মিটার সম্প্রতি বজ্রপাত ও বৃষ্টির কারণে পুড়ে গেছে। যদিও বিদ্যুৎ বিভাগের নীতিমালা অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মিটার গ্রাহককে বিনামূল্যে সরবরাহ করার কথা, বাস্তবে তা মানা হচ্ছে না। ভুক্তভোগী ফ্যাক্টরির মালিক আলম ঢালী জানান, ২২ সেপ্টেম্বর রাতে মিটার পুড়ে গেলে পরদিনই বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানান। মিটার খুলে নেওয়ার পর তিনি বিনামূল্যে নতুন মিটার চেয়ে আবেদন করলেও ৮ দিনেও মিটার পাননি। বরং অফিস কর্তৃপক্ষ ৯,১৫৬ টাকা দাবি করেছে এবং ওয়ারিং রিপোর্ট চেয়েছে। এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার...