সুইজারল্যান্ডের জনগণ আবারও ইলেকট্রনিক আইডি কার্ড চালুর প্রশ্নে ভোট দিচ্ছে। এটি ইলেকট্রনিক পরিচয়পত্র নিয়ে দ্বিতীয় গণভোট। রবিবারের ভোটাভুটিতে প্রাথমিক ফলাফলে ভোটাররা সমান সমান (৫০-৫০) ভোট দিয়েছে। চূড়ান্ত ফলাফল পেতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, ২০২১ সালের মার্চ মাসে প্রথমবারের মতো এ বিষয়ে গণভোট হয়েছিল। তখন বেসরকারি খাতের নিয়ন্ত্রণে ই-আইডি কার্ড চালুর প্রস্তাব ভোটাররা প্রত্যাখ্যান করেছিল। জনগণের প্রধান উদ্বেগ হলো তথ্যের নিরাপত্তা। তারা চান না যে ব্যক্তিগত তথ্য বেসরকারি কোম্পানির হাতে থাকুক। এই ভয় থেকেই আগের প্রস্তাব নাকচ হয়ে যায়। এবার সরকারি প্রস্তাবনা অনুযায়ী, ইলেকট্রনিক আইডি কার্ড পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে থাকবে। সরকার আশা করছে, এতে জনগণের আস্থা বাড়বে। নতুন এই ই-আইডি কার্ডে ব্যবহারকারীর নাম, জন্ম তারিখ ও ছবিসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে। অনলাইনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা...