স্থানীয়রা জানান, আশপাশের লোকজন প্রথমে ধোঁয়া টের পেয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের আগেই মৃত ঘোষণা করেন। কোটা পুলিশসুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আসবাবপত্রও সব পুড়ে গেছে। মুম্বাই থেকে মা রীতা শর্মা ফিরে আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, মাত্র ১০...