গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশি যুবক ফয়সাল। ফয়সালরা দুই ভাই ও এক বোন। বোন নাছিমার বিয়ে হয়েছে বরিশালে। বড় ভাই আরমান মোড়ল একটি এনজিওতে চাকরি করেন। ফয়সালের বয়স আনুমানিক ২১-২২ বছর হতে পারে বলে জানিয়েছে তার স্বজনরা। পরিবারের সহযোগীতায় দুবাই যেতে চাইলেও পরিবার তাকে সহযোগিতা না করায় হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফয়সাল। ২০২৪ সালেরর মার্চে দেশ ছেড়েছে বলে জানায় ফয়সালের পরিবার। দেশে থাকতে মোড়ল হাট বাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাসবিহ, টুপি ও আতরসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতেন ফয়সাল। দেশ ছাড়ার প্রায় ৬ মাস পরে তার বড় ভাই আরমান মোড়লের কাছে মুঠোফোনে কল করে জানান তিনি দুবাই আছেন। যেভাবেই হোক টাকা সংগ্রহ...