হিন্দু শাস্ত্র অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে আসছেন। এর প্রতীকী অর্থ— মর্ত্যলোক ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। সকালে নবত্রিকা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। কদলী (কলা), কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদকে একত্র করে কলাবউ রূপে দেবীর ডান পাশে প্রতিস্থাপন করে পূজা করা হয়। পরে দেবীকে স্নান, চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প,...