২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম কোভিড-১৯ (করোনা) পরবর্তী সময়ে তরুণ ও যুবকদের মাঝে হৃদ্রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, তরুণদের মধ্যে প্রাণঘাতী হৃদরোগের ঘটনা বাড়ছে জ্যামিতিক হারে। অর্ধেকেরও বেশি রোগীর ক্ষেত্রে হৃদরোগের কোনো রেকর্ড বা লক্ষণও পাওয়া যায় না। বিশ্বব্যাপী তরুণ-যুবকদের মাঝে কোভিড-১৯ পরবর্তী হৃদ্রোগ বাড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। করোনাকালীন সময়ে ব্যবসা-বাণিজ্যে ধস ও চাকরি হারিয়ে অনেকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া তরুণ যুবকদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ফ্যাটজাতীয় খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম না নেয়ার কারণেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে । 'ছন্দে থাকুক আপনার হৃদয় স্পন্দন' এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে হার্ট দিবস। এ উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট অ্যান্ড ভাসকুলার সেন্টারের...