একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কারাবন্দি ওবায়দুল হক আবু তাহের (৭৮) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। কারা সূত্র জানায়, গত ৩১ জুলাই অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য...