২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ীভাবে বসবাসের নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কেবল দেশটিতে দীর্ঘ সময় বসবাস করাই যথেষ্ট হবে না; বরং আবেদনকারীকে প্রমাণ করতে হবে তিনি কীভাবে ব্রিটিশ সমাজের জন্য মূল্যবান। এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিগগিরই ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবেন। এখন পর্যন্ত প্রচলিত নিয়মে কোনো অভিবাসী টানা পাঁচ বছর বসবাসের পর স্থায়ীভাবে বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) আবেদন করতে পারেন। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে দেখা হবে আবেদনকারীর ভাষাজ্ঞান, সমাজে সক্রিয় ভূমিকা এবং কমিউনিটিতে তার অবদান। মূলত, অনিয়ন্ত্রিত অভিবাসন ইস্যুতে ক্রমবর্ধমান জনমতের চাপে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য গত এক যুগেরও বেশি সময়...