২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জলাতঙ্ক রোগের দুই শ ভায়াল অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর এর নিকট প্রথম কিস্তির ১০০ ভায়াল ভ্যাকসিন হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রকৌশলী নাজিমুল হক,এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, কেশবপুর উপজোলায় বিরল প্রজাতীর কালোমুখ হনুমান এবং বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত রোগীর ব্যাপক চাপ রয়েছে। প্রতিমাসে গড়ে ৪০এর অধিক কুকুর ও হনুমানের কামড়ে আহত রোগা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সরকারী হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভুক্তভোগী রোগীদের দুর্ভোগের অন্ত থাকে না। বিষয়টি কেশবপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের দৃষ্টি গোচর...