সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান করেছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে দায়রা শরীফ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের গোপন কক্ষে থাকা কোটি টাকা মূল্যের ৬টি বিলাসবহুল গাড়ি পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত গাড়িগুলো পার্কিংয়ে রেখেই অভিযান শেষ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। এতে তাকে সহযোগিতা এবং তার নিরাপত্তার দায়িত্ব পালন করেন আজিমপুর ক্যাম্প-৪৬ ব্রিগেড (অজেয় চার) ও লালবাগ থানা পুলিশের সদস্যরা। অভিযানে গুলশানারা মাসুদা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষে থাকা কোটি টাকা মূল্যের ৬টি বিলাসবহুল গাড়ি পাওয়া যায়। এর মধ্যে দুটি বিএমডব্লিউ (একটি সাদা, একটি লাল), একটি...