ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে 'পোস্টমর্টেম' নাটক মঞ্চস্থ হয়েছে। একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'পোস্টমর্টেমের’ গল্প; যেখানে বিভিন্ন ঘটনার মাধ্যমে তার আত্মহননের প্রকৃত কারণ উন্মোচিত হয়। নাটকটির রচয়িতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেক ইভান; মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। ইভান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩২ জন মানুষ আত্মহননের পথ বেছে নেয়; যার অধিকাংশই শিক্ষার্থী। শুধুমাত্র ২০২৪ সালে বাংলাদেশে ৩৫৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করে যার মূল কারণ পরীক্ষায় ভাল ফলাফল অর্জনে ব্যর্থ হওয়া। 'পোস্টমর্টেম' নাটকের গল্প এমনই এক মেয়ের জীবনের গল্প নিয়ে।" প্রদর্শনী শেষে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যকার মাসুম রেজা, ড্রামা ক্লাবের পরামর্শক মো. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ডিএসডাব্লিউয়ের পরিচালক। এ এস এম মহসিন। নাটকের আলোক পরিকল্পনায় ছিলেন ফারুক...