"শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান। কর্মশালায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহজাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বপন কুমার রায় চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুড়িগ্রাম; আব্দুর রাজ্জাক রনি, উপপরিচালক, ইসলামী ফাউন্ডেশন কুড়িগ্রাম; রিয়াদুল ইসলাম, উপপরিচালক (ক্রয় ও বিতরণ), গণযোগাযোগ...