খাগড়াছড়িতে সংঘটিত নৃশংস ঘটনায় দল নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। অলিক মৃ পার্টির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্রজাতিগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। ফেসবুক পোস্টে অলিক লিখেছেন, খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা, তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজনকে হত্যার ঘটনায় পার্টির নীরবতা ও নেতার মিথ্যাচারের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। পোস্টের শেষ দিকে তিনি এনসিপির জন্য শুভকামনাও জানান। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে। কোনো মহল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হতে না দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতাদের...