আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান আরেক মার্কিন নাগরিককে তাদের হেফাজত থেকে মুক্তি দিয়েছে বলে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে। তারা জানায় ওয়াশিংটনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার কাবুল সফরে যাওয়ার পর আমির আমিরিকে মুক্তি দেওয়া হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আমিরি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে বন্দি ছিলেন। কাতারের মধ্যস্থতায় মুক্তি পাওয়ার পর রোববার সন্ধ্যায় তিনি মার্কিন ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে উড়োজাহাজে করে দোহার উদ্দেশে কাবুল ছাড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তালেবানকে বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানোর সপ্তাহখানেক পর বোহলার কাবুল সফর করলেন। বাগরাম ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ হবে বলে আফগানিস্তানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। আমিরি কাতারের মধ্যস্থতায় চলতি বছর তালেবানের হেফাজত থেকে মুক্তি পাওয়া পঞ্চম মার্কিন নাগরিক। তাদের পাশাপাশি কাতারের মধ্যস্থতায় এক ব্রিটিশ দম্পতিও...