উপরে ও ডান পাশে পুড়িয়ে দেয়া বৌদ্দমন্দির নিচে (বাম পাশে) সরকারি উদ্যোগে নবনির্মিত বৌদ্ধ মন্দির। ছবি: নিউজজি। NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কক্সবাজার:কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধমন্দির ও বৌদ্ধপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নি-সংযোগের ১৩ বছর পার হতে চলেছে। এসব ঘটনায় পৃথক দেড় ডজন মামলা হলেও সাক্ষীর অভাবে একযুগেও এগোয়নি বিচার কার্যক্রম। মামলাগুলো বছরের পর বছর ধরে ঝুলে থাকায় অভিযুক্তদের অনেকে জামিনে এসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ চলে গেছেন বিদেশেও।এই পরিস্থিতিতে আলোচিত রামু ট্র্যাজেডি বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। তাদের ভাষ্য, রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে আসেনি এবং বিচার প্রক্রিয়া ধীর গতি হয়েছে। এ ঘটনায় দায়ের মামলাগুলো পুনঃতদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা।কক্সবাজার জেলা জাতীয়তাবাদী...