১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশে যখন ভোটের অধিকার ছিল, গণতন্ত্র ছিল, তখনই বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করেছে। আমি হিন্দু ভাইদের অনুরোধ করব আপনারা কোনো রাজনৈতিক দলকে নয়, দেখবেন কোন দলকে ক্ষমতায় আনলে আপনারা নিরাপদে বসবাস করতে পারেন, কোন দলকে ক্ষমতায় আনলে আমার মা-বোনেরা ধর্ষণের শিকার হবেন না, আপনাদের সহায়-সম্পত্তি অন্যরা নিয়ে নেবে না তাদেরকেই আপনারা ভোট দেবেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের হলরুমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের চাওয়া-পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...