আড়ংয়ের কাগজের ব্যাগে মূল্য সংযোজনের আগে যদি ব্যাগগুলোর ডিজাইন, গুণগত মান এবং সৃজনশীলতায় আধুনিকতার ছাপ থাকত, তাহলে অনেক ক্রেতাই স্বতঃস্ফূর্তভাবে তার মূল্য দিতে আগ্রহী হতেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ব্যাগে কেবল আড়ংয়ের ব্র্যান্ড লোগো ব্যবহার করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির প্রচারণারই অংশ। ফলে, গ্রাহক অর্থ দিয়ে একটি ব্যাগ কিনছেন, আবার সেটির মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিংয়েও অবদান রাখছেন—এমন বাস্তবতা গ্রাহকদের কাছে একপ্রকার বাধ্যবাধকতা ও অনৈতিকতা বলে প্রতীয়মান হচ্ছে।নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আড়ং সম্প্রতি ‘Reusable Fabric Bags’ নামে একধরনের ব্যাগ বাজারজাত করছে, যেগুলো অনেক চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এই ব্যাগগুলোর আকার এমনভাবে তৈরি যে, একটির বেশি পণ্য বহন করা প্রায় অসম্ভব। ফলে একজন গ্রাহক যদি একাধিক পণ্য কিনেন, তাকেউচ্চমূল্যে একাধিক ব্যাগ কিনতে বাধ্য হতে হচ্ছে। সাধারণ আয়ভিত্তিক দেশের মানুষদের জন্য এটি এক ধরনের...