বলিউডের জনপ্রিয় অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলি খানকে অনেকে মনে করেন তারকা পরিবারের সন্তান হওয়ায় বলিউডে আসার পথ তার জন্য সহজ ছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নব্বইয়ের দশকের শুরুতে তাকে নানা আর্থিক সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সাইফ জানান, মাত্র ২১ বছর বয়সে তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। ২৫ বছর বয়সে জন্ম নেয় তাদের প্রথম সন্তান সারা আলি খান। তখনই পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সেই সময় এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিনেতার ভাষ্যে, এক নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেন। তবে শর্ত ছিল, টাকা নেওয়ার সময় প্রযোজকের গালে টানা দশবার চুমু খেতে হবে। সাইফ বলেন, “আমাকে পরপর ১০ বার চুমু খেতে...