আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে তেগুড়িয়ায় তার নিজ বাড়িতে দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সর্ব প্রথম ৫ অাগস্ট অশুর দমন করেছি। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো অপশক্তি টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে ও পারবে না। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। মানুষ মন খুলে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। ১৫ বছর দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল হাসিনা। এখন বাংলাদেশ স্বাধীন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা সারা দেশে...