দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন সবসময়ই আমাদের মস্তিষ্কের বোধগম্যতা এবং চোখের তীক্ষ্ণতা পরীক্ষা করার একটি দারুণ উপায়। সম্প্রতি রেডিট (Reddit)-এ এমনই একটি নতুন অপটিক্যাল ইলিউশন ঈগল-চোখের দৃষ্টিশক্তির দাবিদারদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। চ্যালেঞ্জটি হলো— নুড়ি পাথর ও ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা একটি ব্যাঙকে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করা। প্রথম দেখায় ছবিটিকে একটি পুকুর বা জলাধারের কিনারের স্বাভাবিক দৃশ্য বলে মনে হতে পারে, যেখানে ভেজা নুড়ি পাথর আর ছোট ছোট ঝোপ দেখা যাচ্ছে। কিন্তু এই আপাত-নিষ্ক্রিয় বস্তুদের ভিড়েই লুকিয়ে আছে একটি উজ্জ্বল সবুজ ব্যাঙ, যার গায়ে কালো ছোপ ছোপ দাগ। তবে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটিকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ ছবিতে প্রচুর উপাদান রয়েছে। জল, আংশিকভাবে ডুবে থাকা পাথর এবং ব্যাঙের আকারের...