দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদকবিরোধী অভিযানের নামে এই সম্ভাব্য হামলা শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই, এমন খবর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ। এই গুরুতর হুমকির মুখে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য—বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা অস্ত্র হাতে খোলা রাস্তায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন এবং তাদের হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার পর ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এটিকে ‘অঘোষিত যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। এরপরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া’-কে আবার সক্রিয় করেছেন। এই বাহিনীটি প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের আহ্বানে ২০০৯ সালে গঠিত হয়েছিল। শহরের ২৩ দে এনরো এলাকায় বসবাসকারী ৬৮...