গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণহানির পাশাপাশি খাবার ও পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নুসেইরাত শরণার্থী শিবিরে সুপেয় পানির জন্য ব্যাপক সংগ্রাম করতে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। এ ছাড়া জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়ায় ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে স্যুপ কিচেনগুলোর সামনে ভিড় করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৈশ্বিক সমালোচনা এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার পরও গাজায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকাটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তারা। অবরুদ্ধ গাজা সিটি সম্পূর্ণ দখলে নিতে সেখানে স্থল অভিযান জোরদার করেছে আইডিএফ। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না শহরটির হাসপাতাল ও বহুতল আবাসিক ভবনগুলো। এই অবস্থায় প্রাণ বাঁচাতে গাজা সিটি ছেড়ে মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অনেকে। তবে...