বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে ছোটাছুটি করার কথা, সেই বয়সে বেশিরভাগ সময় থাকতে হচ্ছে বিছানায়। আবার কখনো কখনো থাকতে হচ্ছে হাসপাতালে। হার্টে ছিদ্র নিয়ে কোনোরকম বেঁচে আছে শিশু আব্দুল্লাহ আল মাহাবুব। সুস্থতার জন্য অপারেশনের দরকার হলেও অর্থের অভাবে তা করাতে পারছে না শিশুটির পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার মো. সাইদুর হাওলাদার ও শ্রাবণী আক্তারের একমাত্র ছেলে আব্দুল্লাহ। জন্মের কয়েক মাস পরই জানা যায় জন্মগতভাবে হার্টে ছিদ্র রয়েছে তার। এছাড়া একটি ভাল্ব নষ্ট। এরপর থেকে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। সুস্থতার জন্য জরুরিভাবে অপারেশনের দরকার। এতে প্রয়োজন ছয় লাখ টাকা। কিন্তু সেই টাকা নেই পরিবারের। পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব প্রায় পরিবারটি। একসঙ্গে এত টাকা জোগাড় করতে পরিবারটিকে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া...