রাঙামাটির বাঘাইছড়িতে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সোমবার সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি। সভায় উপস্থিত ছিলেন— জোনের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, ১৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর জামায়াতের সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আফসার হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি...