সম্প্রতি, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানে বজ্রপাত ও বৃষ্টির কারণে বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮ দিন ধরে, সেই গ্রাহক বিদ্যুৎ অফিসের নানা দপ্তরে ঘুরেও নতুন মিটার সংগ্রহ করতে পারছেন না। অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, মিটারটি পুনরায় বিনামূল্যে সরবরাহ করা হবে না, বরং গ্রাহককে মিটার কিনতে হবে। যদিও বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী, বজ্রপাত বা প্রাকৃতিক দুর্যোগে মিটার ক্ষতিগ্রস্ত হলে গ্রাহককে বিনামূল্যে নতুন মিটার সরবরাহ করার কথা। তবে বাস্তবে সেই নীতিমালা মানা হচ্ছে না। এই অনিয়মের ফলে, গ্রাহকের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক ক্ষতি হচ্ছে, তার ফ্যাক্টরি বন্ধ রয়েছে এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের নীতিমালা রয়েছে, বৃষ্টি বা বজ্রপাতে মিটার পুড়ে গেলে, অবিলম্বে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানোর পর তারা নিরাপদে মিটারটি খুলে...