ঢাকা: যুক্তরাজ্য অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের নিয়ম আরও কঠোর করেছে। এখন থেকে যেকোনো অভিবাসী যদি ব্রিটিশ সরকারের কাছে স্থায়ী বসবাসের আবেদন করেন, তাদের আবেদনে স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে কেন তারা ব্রিটেনের সমাজের জন্য মূল্যবান। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি ঘোষণা করবেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।ব্রিটেন গত এক যুগ ধরে অনিয়ন্ত্রিত অভিবাসনের সমস্যায় জর্জরিত। ২০০৯ সালে কনজারভেটিভ পার্টি এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসলেও ১৫ বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এর ফলে ২০২৪ সালের নির্বাচনে তারা পরাজিত হয়ে লেবার পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর হয়। তবে লেবার পার্টি নেতৃত্বাধীন সরকারের এক বছর অতিবাহিত হলেও এই ইস্যুতে দৃশ্যমান কোনো উন্নতি দেখা যায়নি।এদিকে অনিয়মিত ও অনিয়ন্ত্রিত অভিবাসন ইস্যুটিকে সামনে এনে বর্তমান ও অতীতের...